আ. লীগের দোসররা ক্যাম্পাসে ঢুকলে জোহা চত্বরে বেঁধে রাখা হবে: রাকসু জিএস

আ. লীগের দোসররা ক্যাম্পাসে ঢুকলে জোহা চত্বরে বেঁধে রাখা হবে: রাকসু জিএস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। ছবি: চরচা

আওয়ামী মতাদর্শের কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জোহা চত্বরে বেঁধে রাখা হবে বলে মন্তব্য করেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। আজ সোমবার ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আম্মার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাদের জোহা চত্বরে বেঁধে রাখা হবে।”

বিএনপির অবস্থানের বিষয়ে রাকসু জিএস অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলায় ছাত্রদল ও ছাত্রলীগ এখন একই সুরে কথা বলছে এবং একই ভাষায় বিবৃতি দিচ্ছে। এমনকি বিএনপিপন্থী শিক্ষকরা উপাচার্যের কাছে আমার নামে নালিশ দিয়ে দাবি করেছেন যে, তারা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছেন।”

ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে রাকসু জিএস বলেন, “ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী যখন উপাচার্যের চেয়ার পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তখন বিএনপির তথাকথিত সচেতন শিক্ষক নামের নীতিবোধগুলো কোথায় ছিল?”

বেশকিছু রাজনৈতিক নেতাদের সমলোচনা করে সালাউদ্দিন আম্মার বলেন, “২০০৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ক্যাম্পাসে থেকে বিশ্ববিদ্যালয়ের বোঝা হতে চান না।”

সম্পর্কিত