রাজধানীতে একজনকে কুপিয়ে জখম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে একজনকে কুপিয়ে জখম
আক্রমণের প্রতীকী ছবি।

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার মোহাম্মদপুরে জহুরী মহল্লার গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত রাকিব হোসেন বিশাল আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর হঠাৎ করে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

পূর্ব শত্রুতার জেরে ঢাকা উদ্যান এলাকার মহিউদ্দিন ও রাজু গ্রুপের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে স্থানীয়রা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাগরিবের নামাজের পর রাকিব নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। হামলার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সম্পর্কিত