চরচা ডেস্ক

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মেয়ে কিম জু আয়েকে আবারও জনসমক্ষে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো কুমসুসান সমাধিসৌধে বাবা-মায়ের সঙ্গে গিয়ে শ্রদ্ধা জানায় কিম জু।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জু আয়েকে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, ১ জানুয়ারি কুমসুসান প্যালেস অব দ্য সানে জু আয়েকে তার বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, চলতি বছরের নববর্ষ উদযাপনেও অংশ নিয়েছিল কিম জু আয়ে। গত সেপ্টেম্বরে তিনি বাবার সঙ্গে বেইজিং সফর করে, যেটি ছিল তার প্রথম প্রকাশ্য বিদেশ সফর।
গুরুত্বপূর্ণ দিন ও বার্ষিকীতে কুমসুসানে গিয়ে তার দাদা ও রাষ্ট্রপ্রতিষ্ঠাতা কিম ইল সাং এবং বাবা কিম জং ইলের প্রতি শ্রদ্ধা জানান কিম জং উন।
গত তিন বছরে রাষ্ট্রীয় গণমাধ্যমে জু আয়ের উপস্থিতি ক্রমেই বেড়েছে। এতে বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মধ্যে জল্পনা তৈরি হয়েছে যে, তিনি দেশটির চতুর্থ প্রজন্মের নেতা হতে পারেন। জু আয়ে ২০১০ সালের প্রথম দিকে জন্মগ্রহণ করেছে বলে ধারণা করা হয়। তবে উত্তর কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে তার বয়স নিশ্চিত করেনি।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মেয়ে কিম জু আয়েকে আবারও জনসমক্ষে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো কুমসুসান সমাধিসৌধে বাবা-মায়ের সঙ্গে গিয়ে শ্রদ্ধা জানায় কিম জু।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জু আয়েকে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, ১ জানুয়ারি কুমসুসান প্যালেস অব দ্য সানে জু আয়েকে তার বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, চলতি বছরের নববর্ষ উদযাপনেও অংশ নিয়েছিল কিম জু আয়ে। গত সেপ্টেম্বরে তিনি বাবার সঙ্গে বেইজিং সফর করে, যেটি ছিল তার প্রথম প্রকাশ্য বিদেশ সফর।
গুরুত্বপূর্ণ দিন ও বার্ষিকীতে কুমসুসানে গিয়ে তার দাদা ও রাষ্ট্রপ্রতিষ্ঠাতা কিম ইল সাং এবং বাবা কিম জং ইলের প্রতি শ্রদ্ধা জানান কিম জং উন।
গত তিন বছরে রাষ্ট্রীয় গণমাধ্যমে জু আয়ের উপস্থিতি ক্রমেই বেড়েছে। এতে বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মধ্যে জল্পনা তৈরি হয়েছে যে, তিনি দেশটির চতুর্থ প্রজন্মের নেতা হতে পারেন। জু আয়ে ২০১০ সালের প্রথম দিকে জন্মগ্রহণ করেছে বলে ধারণা করা হয়। তবে উত্তর কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে তার বয়স নিশ্চিত করেনি।