ভারতীয় পার্লামেন্টারি কমিটির প্রতিবেদন
চরচা ডেস্ক

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি।
তারা বলছে, এটি মোকাবিলায় ভারতকে সতর্কতা অবলম্বন করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, কংগ্রেস এমপি শশি থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটি ‘বাংলাদেশ-ভারতের ভবিষ্যত সম্পর্ক’ শিরোনামের এক প্রতিবেদনে এসব কথা বলেছে।
এই কমিটি দুই দেশের সম্পর্কের মাঝে অস্থিরতার কারণ হিসেবে বাংলাদেশে ‘ইসলামী জঙ্গিবাদের উত্থান, চীনা ও পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনার আওয়ামী লীগের আধিপত্যের পতন'-এর কথা উল্লেখ করেছে।
কমিটি বলেছে, ‘যদিও ১৯৭১ সালের চ্যালেঞ্জ ছিলো অস্তিত্বগত, মানবিক এবং একটি নতুন জাতির জন্মের। পরবর্তী (বর্তমান) চ্যালেঞ্জটি আরও গুরুতর- প্রজন্মগত বিচ্ছিন্নতা, রাজনৈতিক শৃঙ্খলার পরিবর্তন এবং ভারত থেকে দূরে একটি সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাস।’
প্রতিবেদনে কমিটি বলেছে, ভারত যদি এই মুহূর্তে সম্পর্ক পুনর্বিন্যাস করতে ব্যর্থ হয়, তাহলে ঢাকায় কৌশলগত গুরুত্ব হারাতে পারে নয়াদিল্লি। অর্থাৎ বাংলাদেশে ভারত ‘অপ্রাসঙ্গিক’ হয়ে যাওয়ার কারণে গুরুত্ব হারাতে পারে।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি।
তারা বলছে, এটি মোকাবিলায় ভারতকে সতর্কতা অবলম্বন করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, কংগ্রেস এমপি শশি থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটি ‘বাংলাদেশ-ভারতের ভবিষ্যত সম্পর্ক’ শিরোনামের এক প্রতিবেদনে এসব কথা বলেছে।
এই কমিটি দুই দেশের সম্পর্কের মাঝে অস্থিরতার কারণ হিসেবে বাংলাদেশে ‘ইসলামী জঙ্গিবাদের উত্থান, চীনা ও পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনার আওয়ামী লীগের আধিপত্যের পতন'-এর কথা উল্লেখ করেছে।
কমিটি বলেছে, ‘যদিও ১৯৭১ সালের চ্যালেঞ্জ ছিলো অস্তিত্বগত, মানবিক এবং একটি নতুন জাতির জন্মের। পরবর্তী (বর্তমান) চ্যালেঞ্জটি আরও গুরুতর- প্রজন্মগত বিচ্ছিন্নতা, রাজনৈতিক শৃঙ্খলার পরিবর্তন এবং ভারত থেকে দূরে একটি সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাস।’
প্রতিবেদনে কমিটি বলেছে, ভারত যদি এই মুহূর্তে সম্পর্ক পুনর্বিন্যাস করতে ব্যর্থ হয়, তাহলে ঢাকায় কৌশলগত গুরুত্ব হারাতে পারে নয়াদিল্লি। অর্থাৎ বাংলাদেশে ভারত ‘অপ্রাসঙ্গিক’ হয়ে যাওয়ার কারণে গুরুত্ব হারাতে পারে।